মাগুরায় নারী অপহরণ মামলার রায়ে বকুল নামে ১ আসামিকে ১৪ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে মাগুরার নারী ও শিশু নির্যাতন ট্রাব্যুনালের বিচারক প্রণয় কুমার দাশ এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত বকুল মাগুরার মহম্মদপুরের উড়ুড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
রাষ্ট্র পক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন ট্রাব্যুনালের পিপি আব্দুর রাজ্জাক জানান, ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর সকালে মামলার বাদী নাসিরুল ইসলাম পাপরের স্ত্রী নাইমা আক্তার মাগুরা শহরের ভায়না মোড় হতে বাড়ি ফেরার পথে আসামী বকুল মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে নাসিরুল ইসলাম মাগুরা সদর থানায় মামলা করেন। পরবর্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।
পরে এ মামলার তদন্তকারী কর্মকর্তাসহ ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন করেন আদালত। বুধবার দুপুরে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আসামী বকুলকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় দোষী সাব্যস্ত করে ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি বকুল পলাতক রয়েছে। ভিকটিম নাইমা আক্তার এখনো উদ্ধার হয়নি।
বিডি প্রতিদিন/এএ