গাজীপুরে গার্মেন্ট কর্মী শরিফুল ইসলাম হত্যাকান্ডে জড়িত সন্দেহে তিন আসামি গ্রেফতার করেছে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার দিঘীরচালা ও শিমুলতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- গাজীপুর সিটি করপোরেশনের দিঘীরচালা এলাকার আবুল পালোয়ানের বাড়ির ভাড়াটিয়া মৃত আজগর আলীর ছেলে মোঃ শাজাহান আলী (২৪), একই এলাকার শাজাহানের বাড়ির ভাড়াটিয়া মৃত নুর মোহাম্মদের ছেলে মো. রাজিব হোসেন (২১) ও সাইফুল ইসলামের ছেলে মো. আলামিন (২৭)।
মামলার তদন্তকারী কর্মকর্তা গাজীপুর পিবিআইয়ের পরিদর্শক মো: হাফিজুর রহমান জানান, ২০২০ সালের ২০ নভেম্বর রাতে গাজীপুর চান্দনা চৌরাস্তার পশ্চিম পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পশ্চিম পাশে সেবা হাসপাতাল সংলগ্ন ছিনতাইকারীদের হাতে খুন হন গার্মেন্ট কর্মী শরিফুল ইসলাম। এ ঘটনায় নিহেতর বড় ভাই সাইফুল ইসলাম বাদি হয়ে বাসন থানায় মামলা দায়ের করেন। ক্লুলেস এ মামলাটি পিবিআই তদন্তের দায়িত্ব পায়। তদন্ত শেষে খুনের সঙ্গে জড়িত ওই তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
পিবিআই এর পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, হত্যাকান্ডে জড়িত গ্রেফতারকৃত আসামীগণ মাদক সেবী এবং সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। নিহত শরিফুল ইসলামের টাকা পয়সা ও মোবাইল ছিনতাই কাজে বাধা দিলে ওই ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মালামাল ও মোবাইল ছিনিয়ে নেয়। গ্রেফতারকৃত তিন আসামিকে মঙ্গলবার গাজীপুর আদালতে সোপর্দ করলে তারা ঘটনার সাথে জড়িত অপর সহযোগীদের নাম উল্লেখ করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
বিডি প্রতিদিন/এএম