শেরপুরের নালিতাবাড়ীতে মরিচপুরান দাখিল মাদ্রাসা সুপার মাওলানা ইব্রাহীমকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে মাদ্রাসার ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী। বুধবার দুপুরে মাদ্রাসার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭১ সালে উপজেলার মরিচপুরান ইউনিয়নে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯০ সালে মাওলানা ইব্রাহীম সুপারের দায়িত্ব পাওয়ার পর থেকে নানা অনিয়ম নিয়মে পরিণত হয়েছে। সরকারি বিভিন্ন অনুদান মাদ্রাসার উন্নয়নে ব্যবহার না করে নিজের পকেটে তুলেছেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মাদ্রাসার সাবেক সভাপতি মঞ্জুরুল বলেন, সুপার বরাবরই উপজেলা প্রশাসনকে মিথ্যা-মনগড়া তথ্য দিয়ে মাদ্রাসার শৃঙ্খলা বিনষ্ঠ করে আসছেন। ফলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং মিথ্যাবাদী সুপারের অপসারণের দাবি জানান তিনি।
মাদ্রাসার অ্যাডহোক কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভিন বলেন, কাগজপত্র দেখে মনে হচ্ছে আমার স্বাক্ষরটা জাল করা হয়েছে। তবে আমি রেজিস্ট্রার দেখে গড়মিল পেলে ওই সুপারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই