টাঙ্গাইলের ওয়ার্ড বিএনপি নেতা হুমায়ন রশীদ আকন্দ সোনাকে দায়িত্ব দেওয়া হলো আওয়ামী লীগে। জানা গেছে, তিনি জেলা পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেননি, তাকে বহিষ্কারও করা হয়নি। তাকেই কিনা একই ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি করা হয়েছে। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে টাঙ্গাইলের রাজনীতিতে।
এ ঘটনায় টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুর রহমান খান শফিক গণমাধ্যমকে বলেছেন, ‘২০১৭ সাল পর্যন্ত বিএনপির ৩নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক পদে ছিলেন হুমায়ন রশীদ আকন্দ সোনা। এর আগে, তিনি ১৯৯৭ সালে সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পালন করেন। দল থেকে এসব নেতা বেরিয়ে যাওয়া অবশ্যই দলের ব্যর্থতা।’
টাঙ্গাইল শহর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ মজিদ সুমন এ নিয়ে ক্ষুব্ধ হয়েছেন। তিনি সংবাদ মাধ্যমে বলেছেন, ‘এ অবস্থায় নিজের পদ ছেড়ে দেয়ার ইচ্ছা হচ্ছে। আগামীতে বিএনপির আন্দোলন মোকাবেলায় এসব নেতাদের খুঁজে পাওয়া যাবে না। তাছাড়া হুমায়ন রশীদ আকন্দ সোনা এখনও পর্যন্ত বিএনপি থেকে পদত্যাগ করেনি। এমনকি বিএনপি থেকেও তাকে বহিষ্কার করা হয়নি।’
যদিও বর্তমানে বিএনপিতে থাকার বিষয়টি অস্বীকার করেছেন হুমায়ন রশীদ আকন্দ সোনা। তিনি দাবি করেন, ‘আমি বিগত ২০১৫ সালের ডিসেম্বর মাসে বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করি। এরপর থেকে নৌকা প্রতীকের পক্ষে কাজ করি। ওই বছরই বিএনপি থেকে পদত্যাগ করি আমি।’
স্থানীয়রা জানান, হুমায়ন রশীদ আকন্দ সোনা আর্থিকভাবে অনেক শক্তিশালী। তাই টাকা পয়সা খরচ করে অনেক নেতার আস্তা অর্জন করতে পেরেছেন। আর সেই নেতাদের ম্যানেজ করেই ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদ নিতে পেরেছেন।
এর আগে, গত রবিবার রাতে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে পুরনো অনেক নেতারা প্রার্থী হলেও হুমায়ন রশীদ আকন্দ সোনাকে সভাপতি হিসেবে ঘোষণা দেয়া হয়। উল্লেখ্য, হুমায়ন রশীদ আকন্দ সোনার নেতৃত্বেই ওই ওয়ার্ডে বিএনপির সব কার্যক্রম পরিচালিত হতো। কয়েক বছর আগে থেকে তিনি আওয়ামী লীগের কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন।
বিডি-প্রতিদিন/শফিক