বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে বুধবার কৃষি অনুষদ ভবন সম্মেলন কক্ষে তথ্য অধিকার আইন ও বিধি-বিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন টীমের সভাপতি ও পরিচালক (প. ও উ.) প্রফেসর ড. এম. ময়নুল হকের সভাপতিত্বে সভায় পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মো: আবিয়ার রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি ট্্েরজারার প্রফেসর তোফায়েল আহমেদ বলেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দুর্ণীতিমূক্ত প্রশাসন গড়তে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিকরণ অত্যন্ত জরুরী এজন্য তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য আদান প্রদানের ক্ষেত্রে সকলকে কিছু সুনির্দিষ্ট বিধিবিধান অনুসরণ করতে হয় যা এ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীগণ পরিষ্কার ধারণা পাবেন।
অবহিতকরণ কর্মশালায় কৃষিবিদ মোঃ মজনু মিয়া, উপ-রেজিস্ট্রার ও তথ্য অধিকার কর্মকর্তা প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর সকল কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএম