বরগুনার আমতলীতে বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রুহুল আমিন খান (৪২) নামে একজনের মৃত্যু হয়েছে। কৃষক রুহুল আমিন খান উপজেলার কুকুয়া ইউনিয়নের হরিমৃতুঞ্জয় গ্রামের মোসলেম আলী খানের ছেলে।
স্থানীয় গ্রামবাসী ও রুহুল আমিনের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কৃষক রুহুল আমিন তার পানের বরজে কাজ করতে যায়। পানের বরজে পানি দেয়ার জন্য নেয়া বৈদ্যুতিক তারে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে দ্রুত উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে আমতলী থানা পুলিশ হাসপাতাল গিয়ে কৃষকের মরদেহ উদ্ধার করে আমতলি থানায় নিয়ে আসে।
আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান মুঠোফোনে সাংবাদিকদের বলেন, পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম