আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে, সে কারণে বিএনপির নির্বাচন ভালো লাগে না। এখন নির্বাচন কমিশন হয়েছে সেটাও তাদের ভালো লাগে না। এখন তাদের ভালো না লাগা রোগ হয়েছে।
বুধবার দুপুরে জামালপুর জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে জাহাঙ্গীর কবির নানক বলেন, সংবিধানের একচুল বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের নেই। তাই সংবিধান অনুযায়ীই এদেশে নির্বাচন হবে এবং আপনারা নাকে খত দিয়ে নির্বাচনে অংশ নেবেন।
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ।
সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী প্রমুখ। সম্মেলন পরিচালনা করেন জামালপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন।
এদিকে, জামালপুর জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে নব-নির্বাচিত সভাপতি হয়েছেন খাবিরুল ইসলাম খান বাবু ও সাধারণ নাফিউল করিম রাব্বি।
বিডি প্রতিদিন/এমআই