নাইক্ষ্যংছড়ির সীমান্ত জনপদ ঘুমধুমে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন পাচারকারীকে আটক করেছে ৩৪ বিজিবি'র ঘুমধুম বিওপির জোয়ানরা।
বিজিবি সূত্রে জানা যায়, ১০ এপ্রিল রবিবার আনুমানিক রাত ২টার দিকে ঘুমধুম বিওপির নায়েব সুবেদার রেজাউল করিমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স ঘুমধুম এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন পাচারকারীকে আটক করে। আটককৃত আসামি ঘুমধুম নোয়াপাড়া এলাকার মো. সৈয়দ কাশেমের পুত্র রোবেল হোসেন (২১)।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান, কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির।
বিডি প্রতিদিন/হিমেল