কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক ও নগদ অর্থসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে শুক্রবার সকালে তাদের নামে নাগেশ্বরী থানায় মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। আটক দুজনের মধ্যে আখতারুজ্জামান বাবু (৩১) ওই এলাকার রমজান আলীর ছেলে ও আজিম মিয়া (২৩) বেরুবাড়ি গাছপাড়ি এলাকার নাজমুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে বামনডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরীতে অভিযান চালায় মাদক বিরোধী একটি বিশেষ দল। এসময় তারা মাদক বিক্রির নগদ ১৬ হাজার টাকা, ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫শ গ্রাম গাঁজা উদ্ধারসহ পূর্বে মাদক মামলার আসামী আখতারুজ্জামান বাবু ও আজিম মিয়াকে আটক করে। পরে আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএ