আজ শুক্রবার বগুড়া জেলা বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ টিটু মিলনায়তনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আহবায়ক ও পৌর সভার মেয়র রেজাউল করিম বাদশা। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির যুগ্ম মোশারফ হোসেন এমপি, আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, কেএম খায়রুল বাশার, তাহা উদ্দিন নাহিন, মাফতুন আহমেদ খান রুবেল, মনিরুজ্জামান মনি ছাত্রদল, যুবদল, স্বেচ্চাসেবকদল, মহিলা দল, শ্রমিকদলের নেতাকমীরা অংশ নেন। ইফতারের আগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবার ও দলের সর্বস্তরের নেতাকর্মীদের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/এএ