পটুয়াখালীর কলাপাড়ায় জামাল ফরাজী (৫৫) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ চরপাড়া গ্রাম থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, লাশটি তার নিজের বাড়ির একটি রেইনট্রির সাথে ঝুলছিল। তবে তার মৃত্যুর কারণ কেউ বলতে পারছে না।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই