নোয়াখালীর বেগমগঞ্জে বাবার কোলে থাকা ৩ বছরের শিশু তাসফিয়া আক্তার জান্নাতকে (৩) গুলি করে হত্যার ঘটনায় বেগমগঞ্জ থানায় ১৭ জনের নামসহ অজ্ঞাত নামা আরোও ১০/১৫ জনকে আসামি করে মামলা হয়েছে। নিহত শিশুর খালু হুমায়ুন কবির বাদী হয়ে এ হত্যা মামলা করেন। এদিকে ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একের পর এক ঘটনায় স্থানীয়রা আতঙ্কে রয়েছে।
অন্যদিকে শিশু তাসপিয়া খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে শুক্রবার বিকেলে বেগমগঞ্জ চৌরাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, এ সকল অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে এলাকার কেউই নিরপাদ নয়। তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে শিশু তাসপিয়া আক্তার জান্নাতের প্রকৃত খুনীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার এবং তাদের ফাঁসি দাবি করেন।
আটককৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষীনারায়ণপুর গ্রামের মৃত নুরনবীর ছেলে এমাম হোসেন ওরফে স্বপন (৩০), উপজেলার লফিতপুর চৌধুরী মাস্টার বাড়ির সামছুদ্দিনের ছেলে জসিম উদ্দিন বাবার (২৩) এবং লফিতপুর গ্রামের ছাদেক মেম্বারের পুরান বাড়ির দেলেয়োর হোসেনের ছেলে দাউদ হোসেন রবিন (১৭)। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জের একাধিকস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি এ ঘটনায় তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ১৭ জনকে এজাহারভুক্ত আসামি এবং ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়েরের করা হয়েছে। নিহত শিশুটির ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিগত কয়েক বছর থেকেই বেগমগঞ্জে বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর তৎপরতা বাড়লেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছে স্থানীয়রা। বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছে এলাকাবাসী।
নোয়াখালীর ভারপ্রাপ্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা জানান, গুলি করে শিশু হত্যার ঘটনায় থানায় ১৭জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ৩ জনকে আটক করা হয়েছে। বেগমগঞ্জে আইন শৃঙ্খলার অবনতি ও একের পর এক ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, পুলিশ সব সময় তৎপর রয়েছে। অস্ত্রধারী অপরাধীদের গ্রেফতারের বিষয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে, সে যে দলের হোক কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
বিডি প্রতিদিন/হিমেল