হরকাতুল জিহাদের সাবেক আমির বহুল আলোচিত রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি শফিকুর রহমানকে কিশোরগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে।
আজ শুক্রবার বিকালে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে কঠোর নিরাপত্তার মাধ্যমে তাকে কিশোরগঞ্জের আদালতে তোলা হয়।
কিশোরগঞ্জের আমলগ্রহণকারী আদালত নং-২ এর জ্যেষ্ঠ বিচারক মো. সাদ্দাম হোসেনের আদালতে তোলা হলে তিনি তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কিশোরগঞ্জের আদালতের ইন্সপেক্টর মো.আবুবকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। সন্ধ্যার পর শফিকুর রহমানকে কারাগারে নেওয়া হয় বলে জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা কারাগারের সুপার বজলুর রশীদ।
উল্লেখ্য, মুফতি শফিকুর রহমানের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি পশ্চিম পাড়া গ্রামে। তার বাবার নাম মরহুম মৌলভী শিশু মিয়া। বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
বিডি প্রতিদিন/হিমেল