বাগেরহাটের মোরেলগঞ্জে কহিনুর বেগম (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন তার স্বজনেরা। শুক্রবার সকাল ৯টার দিকে চিংড়াখালী ইউনিয়নের কাচিকাটা গ্রামের শহিদুল হাওলাদারের স্ত্রী দুই সন্তানের জননী কহিনুর বেগমের মরদেহ তার নিজ ঘরে গলায় ফাঁস লাগনো অবস্থায় পাওয়া যায়।
থানা পুলিশ বেলা ৩টার দিকে মরদেহ হেফাজতে নিয়ে পোস্ট মর্টেমের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, কহিনুর বেগমের মৃত্যুর সঠিক কারণ জানতে লাশের পোস্টমর্টেম করা হচ্ছে। পুলিশের তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ