কক্সবাজারের টেকনাফ পৌরসভার লামার বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় পৌরসভার চৌধুরী পাড়া লামার বাজার এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
তারা হলেন- টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তর জালিয়া পাড়া এলাকার শাহ আলম (৪২) ও একই এলাকার জাকির হোসেন (৫০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া সংলগ্ন লামার বাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ জোনের একটি দল অভিযান পরিচালনা করেন।
এসময় অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা দুই মাদক কারবারিকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারদর ৬০ লাখ টাকা।
তিনি আরও জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর