চাঁদপুরের ফরিদগঞ্জে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে উপজেলার কাউনিয়া গ্রামের বসতঘরের কলাপসিবল গেটের তালা ভেঙে ফরিদ ভূঁইয়া নামে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অজ্ঞাতনামা হত্যাকারীরা ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর পাকা বসতঘরের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যায়। তবে ঘটনার সময় তার সঙ্গে পরিবারের কেউ ছিল না।
শুক্রবার রাত ১০টার পর বাড়ির লোকজন ফরিদ ভূঁইয়ার কোনো খোঁজ না পেয়ে বসতঘরের খোলা জানালা দিয়ে দেখেন বিছানার ওপর গলা কাটা লাশ পড়ে আছে। বাড়িতে একাই বসবাস করতেন নিহত ফরিদ ভূঁইয়া। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়। এরপরই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।
এদিকে, নিহতের স্বজনার ফরিদ ভূঁইয়ার এমন মৃত্যু নিয়ে কাউকে অভিযুক্ত করেননি। বড় বোন জেসমিন আক্তার জানান, আমার ভাইয়ের সঙ্গে কারো বিরোধ ছিল না। যারাই তার ভাইকে হত্যা করেছে তাদের খুঁজে বের করার দাবি জানান তিনি।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ সুদীপ্ত রায় জানান, গলা কাটা লাশটি শোবার ঘরের বিছানার ওপর পড়ে ছিল। মৃত্যুর ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে সিআইডি, পিবিআই এবং গোয়েন্দা পুলিশও ঘটনাটি তদন্ত শুরু করেছে।
বিডি প্রতিদিন/আবু জাফর