চাঁদপুরের ফরিদগঞ্জে বসতঘরের গেটের তালা ভেঙে ফরিদ ভূঁইয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে উপজেলার কাউনিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
শুক্রবার রাত ১০টার পর বাড়ির লোকজন ফরিদ ভূঁইয়ার কোনো খোঁজ না পেয়ে বসতঘরের খোলা জানালা দিয়ে দেখেন বিছানার ওপর গলা কাটা লাশ পড়ে আছে। বাড়িতে একাই বসবাস করতেন নিহত ফরিদ ভূঁইয়া।
পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়। এরপরই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। রাত ২টায় নিহত ফরিদ ভূঁইয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, মরদেহের প্রাথমিক তদন্ত শেষ করেছি। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। আশা করি খুনের রহস্য উদঘাটন করা যাবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন