বাগেরহাটের মোরেলগঞ্জে এক নারীসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছেন- দক্ষিণ সুতালড়ী গ্রামের দলিল বয়াতীর ছেলে কামরুল ইসলাম বয়াতী (৪০), তার স্ত্রী মোরশেদা বেগম (৩২) ও ব্রাক্ষ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লক্ষীপুর গ্রামের আবু তাহের মিয়ার ছেলে আল আমীন (২০)।
শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে কামরুল ইসলাম বয়াতীর বাড়ি থেকে গ্রেফতার করে। এদের নিকট থেকে এক কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
এ সম্পর্কে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, দক্ষিণ সুতালড়ী গ্রামে মাদকসহ কতিপয় ব্যক্তি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে এসআই শুভঙ্কর এর নেতৃত্বে পুলিশের পৃথক দু'টি দল কামরুল ইসলাম বয়াতীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই তিনজন গাঁজাসহ হাতেনাতে ধরা পড়ে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ