মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় মো. সুজন (২০) নামে এক গাড়ি চালক নিহত হয়েছেন। নিহত সুজনের বাড়ি নেত্রকোনা সদরে।
দুর্ঘটনাটি ঘটে আজ (বৃহস্পতিবার) ভোরে উপজেলার ঢাকা- সিলেট আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুতের সামনে। এ দুর্ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী থেকে জানা যায়, মাছ বোঝাই একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিস কর্মীরা গাড়ির ভেতর থেকে একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তানজিনা জানান, দুর্ঘটনায় আহত সুজনের মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন