নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক নুর উদ্দিন মো. জাহাঙ্গীরের বিরুদ্ধে ৫ম শ্রেণিতে ভর্তি পরীক্ষার লটারিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করেন স্কুলের বর্তমান ছাত্র ও সাবেক শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক দীর্ঘদিন থেকে অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। ছাত্র ও শিক্ষকদেরকে নানা রকম হয়রানি করেণ তিনি।
নাম প্রকাশে কয়েকজন শিক্ষক জানান, নানান অজুহাত সৃষ্টি করে প্রধান শিক্ষক তাদের বেতন আটকিয়ে হয়রানি করেছেন। এছাড়া তার বিরুদ্ধে ভুয়া ভাউচার তৈরি করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তার বোন সাজেদা সুলতানার ছেলে মোহাম্মদ ওয়াফি ইলহামকে লটারির মাধ্যমে জালিয়াতি করে ৫ম শ্রেণিতে ভর্তি পরীক্ষার লটারি-২০২২ এ নির্বাচিত করেন। এ নিয়ে ফেসবুকসহ বিভিন্ন স্থানে ভর্তি পরীক্ষার লটারির ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। যা নিয়ে তদন্ত চলছে।
এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক নুর উদ্দিন মো. জাহাঙ্গীর অভিযোগ অস্বীকার করে বলেন, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। তবে ভর্তির বিষয়ে চট্টগ্রাম থেকে তদন্ত কমিটি এসেছে।
এ বিষয়ে শিক্ষা অধিদপ্তরে চট্টগ্রামের আঞ্চলিক উপ-পরিচালক দেবব্রত দাস সত্যতা স্বীকার করে বলেন, আমি ভর্তির বিষয়ে সরেজমিনে তদন্ত করেছি এবং এক ছাত্রকে একাধিকবার ফলাফলের তালিকায় দেখানো হয়েছে। এটা সত্য। আমি তদন্ত রিপোর্ট শিক্ষা অধিদপ্তরে পাঠিয়ে দিয়েছি।
নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় আমরা তদন্ত শুরু করেছি এবং বোর্ড তার বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নিবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ