মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ কৃষকের পুরস্কার পেলেন উপজেলার তিন কৃষক। তারা উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পে এ পুরস্কার পেয়েছেন। শ্রেষ্ঠ কৃষকের পুরস্কার পাওয়া ব্যক্তিরা হলেন বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের আব্দুল খালিক, শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের জয়নাল মিয়া, রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের করীর আহমদ চৌধুরী। কৃষকরা ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন করার পাশাপাশি তা সংরক্ষণ করে প্যাকেট জাত করে বিপনন করে সফল উদ্যোক্ত হিসেবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে তাদেরকে পুরস্কৃত করেন সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মোশাররফ হোসেন খান
কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পে জেলায় শ্রেষ্ঠ কৃষক নির্বাচিত হয়েছেন আব্দুল খালিক। তিনি হেক্টর প্রতি ১.৪ মেট্রিক টন বারি-১৪ জাতের সরিষা উৎপাদন করেছেন।
তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পে শ্রেষ্ঠ কৃষকের পুরস্কার পেয়েছেন জয়নাল মিয়া। তিনি হেক্টর প্রতি ১.৩৫ মেট্রিক টন বারি ১৪ জাতের উৎপাদন করেছেন।
হেক্টর প্রতি বারি-১৪ জাতের ১.৩৩ মেট্রিক টন সরিষা উৎপাদন করেছেন কৃষক কবীর আহমদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ কাজী লুৎফুল বারী,প্রশিক্ষণ কর্মকর্তা শামসুদ্দিন, অতিরিক্ত উপ পরিচালক মো. মশকর আলী, জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা সহ বিভিন্ন উপজেলা কৃষি কর্মকর্তা এবং কৃষক ও উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ