প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা সদর উপজেলার ১৪৫ পরিবার ও ৫টি প্রতিষ্ঠানের মাাঝে বিনামূল্যে ২০০ বান ঢেউটিন এবং গৃহ-নির্মাণ বাবদ ৬ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। বৃস্পতিবার বেলা ১২টার সময় সদর উপজেলা পরিষদের মিলনায়তনে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের মধ্যে এসব ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন।
এ সময় উদ্বোধনী এই কর্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভীর হোসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ইয়ারুল হক প্রমুখ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ক্ষতিগ্রস্তদের মধ্যে গৃহনির্মাণের জন্য ঢেউটিন এবং গৃহ-নির্মাণ বাবদ নগদ অর্থ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ