অসচ্ছল দলীয় কর্মী এবং দরিদ্র পরিবারের মাঝে মাহে রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করেছেন বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ। বৃহস্পতিবার তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে বগুড়া জেলা বিএনপি কার্যালযে শহর বিএনপির ২১টি ওয়ার্ডের ৭শত মানুষকে এ সহায়তা প্রদান করেন।
শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির পরিচালানায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, লাভলী রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কেএম খায়রুল বাশার, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, বগুড়া জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোরশেদ মিটন, সোলায়মান আলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ