ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনাজপুরের চিরিরবন্দরের একটি পোশাক কারখানা ভস্মীভূত হয়েছে। এতে কমপক্ষে ২৫-৩০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে দাবি তাদের। প্রাথমিক ভাবে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টায় চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে স্থানীয় লোকজন চিরিরবন্দরের মুজাহিদ গার্মেন্টসের ভিতর থেকে ধোঁয়া উঠতে দেখতে পান। তারা গার্মেন্টসের মো. মামুন রশিদকে কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হওয়ার খবর দেন। সৈয়দপুর, চিরিরবন্দর ও দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ওই কারখানার চতুর্দিকে ছড়িয়ে পড়ে।
কারখানাটিতে বৈদ্যুতিক লাইন থাকার কারণে লোকজন আগুন নিয়ন্ত্রণে এগিয়ে যেতে সাহস পাচ্ছিল না। খবর পেয়ে সৈয়দপুর, চিরিরবন্দর ও দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা না গেলেও অনেকেই ধারণা করছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
এদিকে, মুজাহিদ গার্মেন্টসের মালিক মো. মামুন রশিদ জানান, অগ্নিকাণ্ডে কারখানার ২২টি মেশিন, কাটা কাপড়, থান কাপড়, তৈরিকৃত বিভিন্ন পোশাকসহ বিভিন্ন মালামাল ভস্মীভূত হয়েছে। এতে তার আনুমানিক ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর