মাদারীপুরের শিবচরে ছাদ থেকে পড়ে মিরাজ হাওলাদার (২৮) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাশকান্দি ইউনিয়নের শেখপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মিরাজ উপজেলার বাশকান্দি ইউনিয়নের দক্ষিণ বাশকান্দি গ্রামের ছালাম হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরাজ শেখপুর বাজারে একটি নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করতো। প্রতিদিনের ন্যায় আজ সকাল থেকে সেখানে কাজ করছিলেন তিনি। বিকেলে সেখানে ছাদ ঢালাই শেষে পা ফসকে ছাদ থেকে পড়ে যায়। পড়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, ছাদ ঢালাইয়ের সময় ছেলেটি নিচে পড়ে যায়। ঘটনাটি শোনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবার থেকে কোনো অভিযোগ এখনো পাইনি।
বিডি প্রতিদিন/এমআই