ময়মনসিংহের নান্দাইলে কিশোরী ফুটবলার ধর্ষণকারী সাবেক ছাত্রলীগ নেতা ওয়াহিদুল আলম ফকির ফয়সালের ফাঁসি এবং তার দুই সহযোগীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল সরকারী শহীদ স্মৃতি কলেজের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শান্তা ইসলাম, সাথী আক্তার, সায়মন আহম্মেদ, মদিনা আক্তার এবং আল-আমিন রাসেলসহ অন্যান্য শিক্ষার্থীরা। এসময় বক্তারা বলেন, ফয়সালেকে গ্রেফতার করা হলেও তার দুই সহযোগী আল-আমিন এবং অজ্ঞাত অপর এক আসামিকে এখনো গ্রেফতার করা হয়নি। দ্রুত বাকিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠে মানববন্ধন থেকে। অন্যথায় সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।
গত ২২ এপ্রিল নান্দাইল সরকারী শহীদ স্মৃতি কলেজের পিছনে ডেকে নিয়ে ওই ফুটবলার কিশোরীকে ধর্ষণ করে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ফয়সাল ফকির। এ ঘটনায় আলামিন এবং অজ্ঞাত একজন তাকে সহযোগিতা করে।
এ ঘটনায় ২৩ এপ্রিল ওই কিশোরী নিজে বাদী হয়ে ফয়সাল ফকির ও তার দুই সহযোগীকে অভিযুক্ত করে ধর্ষণের অভিযোগ করেন। কিন্তু পুলিশ ‘ধর্ষণ চেষ্টা’ উল্লেখ করে মামলা এজাহারভুক্ত করে। পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে ২৭ এপ্রিল ফয়সালকে গ্রেফতার করে পুলিশ। পরে মামলাটি সংশোধন করে ধর্ষণ মামলা নেয় পুলিশ। বর্তমানে মামলাটির তদন্তভার ডিবিতে রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল