ফেনী শহরের ৯ নং ওয়ার্ডের শান্তিধারা আবাসিক এলাকায় একটি ভবনের নিচ তলা থেকে সূচনা আক্তার (৩৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার স্বামীর নাম জুনায়েদ ওরফে সাগর। সূচনা ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নে দক্ষিণ বড়ইয়া গ্রামের মৃত আব্দুল করিম ও সাবেক সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য মাহমুদা আক্তারের মেয়ে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, বাড়ির কেয়ার টেকার গিয়াস উদ্দিন ৯৯৯ এ ফোন দিলে পুলিশ সোমবার বিকাল ৫ টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। পুলিশ ঘটনাটির তদন্ত করছে। এখনও থানায় কোন মামলা হয়নি।
বিডি প্রতিদিন/এএম