জনগণ আওয়ামী লীগ সরকারের আশ্বাসে বিশ্বাস করে না উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, তাদের ওপর দেশ-বিদেশের কারোর আস্থা-বিশ্বাস নাই, তাদের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা শূন্যের কোঠায়।
সোমবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
এমরান সালেহ প্রিন্স বলেন, বার বার তারা ভোটাধিকার হরণ করেছে, গণতন্ত্র, মানবাধিকার গুম করেছে, বিএনপি ও বিরোধী মতকে ধ্বংস করতে নিষ্ঠুর দমন চালিয়েছে, রাজনীতির পথ সঙ্কুচিত করেছে।
তিনি আরও বলেন, আওয়ামী সরকারের অধীনে এবং ইভিএমে আর নির্বাচন নয়। ইভিএম ভোট জালিয়াতির মেশিন। ইভিএমে ভোটগ্রহণের কথা বলে আবারও ষড়যন্ত্র, ভোট কারচুপি এবং নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করার বিষয়টি স্পষ্ট করা হচ্ছে।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামী লীগের গণতন্ত্র, মানবাধিকার ও ভোট বিরোধী কর্মকাণ্ড দেশ-বিদেশে উন্মোচিত হওয়ায় চাপে পড়ে ভিন্ন কৌশলে নতুন ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, এবার কোনো কৌশল, ষড়যন্ত্র করে লাভ নেই। আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অন্যথায় রাজপথে তীব্র গণঅভ্যূত্থানে সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন