বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী উৎসবের দ্বিতীয় দিনেও সিরাজগঞ্জের কাছারি বাড়ি ভক্তদের পদচারণায় সরব হয়ে ওঠছে। বিভিন্ন সাজে নিজেদের সাজিয়ে ভক্তরা আসছেন অনুষ্ঠানে। রবীন্দ্রপ্রেমীদের মিলন মেলায় পরিণত হয়েছে শাহজাদপুরের কাছারি বাড়ি।
সোমবার সকাল থেকেই গান, কবিতা আবৃত্তি ও নাচসহ বিভিন্ন আয়োজনের মধ্যে মধ্য দিয়ে কবিগুরুকে স্মরণ করছেন ভক্তরা। সকাল ১০টায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর দুপুর পর্যন্ত কামারখন্দ উপজেলা শিল্পকলার আয়োজনে রবীন্দ্রনাথের গান, কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।
রবীন্দ্র ভক্তরা জানান, দীর্ঘ দু’বছর পর রবীন্দ্র ভক্তদের মিলন এক আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়েছে। রবীন্দ্রনাথকে স্মরণের পাশাপাশি তার জীবনী নিয়ে আলোচনা নতুন প্রজন্মকে উৎসাহিত করবে।
তাদের মতে, রবী ঠাকুর সব সময় রবীন্দ্রপ্রেমীদের মনে মননে বাস করে। তিনি কোনো ভাবেই বিচ্ছিন্ন হবার নন। তার আদর্শ ও সাহিত্যকর্ম বুকে ধারণ করা মানেই প্রকৃত মানুষ হওয়া।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা জানান, বিপুল রবীন্দ্র ভক্তদের উপস্থিতিতে দ্বিতীয় দিনের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। শিশু-কিশোর থেকে শুরু নানা বয়সী মানুষ অনুষ্ঠান উপভোগ করেছেন। গানে-কবিতায় রবীন্দ্রনাথকে স্মরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন