টাঙ্গাইলের সখীপুরে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের তৃনমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকা জেলা থেকে কেন্দ্রে পাঠানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক আওয়ামী লীগ নেতা। সোমবার বিকেলে সখীপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা আওয়ামী লীগর সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মাসুদ রানা, সাবেকে আহবায়ক মানিবর রহমান প্রমুখ।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে ২০০৮ সালে উপজেলা ছাত্রদলের সহ-অর্থ সম্পাদক, ২০১৪ সালে জাতীয় সংসদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়া ও ২০১৯ সালে উপজেলা পরিষদের নির্বাচনে বিদ্রোর্হী প্রার্থীর পক্ষে নির্বাচন করার লিখিত অভিযোগা তুলে আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান বুলবুল বলেন, দলীয় গঠনতন্ত্র না মেনে, মিটিং বা সম্মেলন না করেই মনগড়া ভাবে চেয়ারম্যন পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের একটি নামের তালিকা জেলায় পাঠায় গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. আনোয়ার হোসেন।
তিনি আরও বলেন, দলে অনুপ্রবেশকারী মো. আনোয়ার হোসেনকে মনোনয়ন না দিয়ে বঙ্গবন্ধুর আদর্শের ও আওয়ামী লীগের নিবেদীত একজন কর্মীকে গজারিয়া ইউনিয়ন পরিষদে দলীয় মনোনয়ন দিলে আমি ও তৃণমূল আওয়ামী লীগে নেতাকর্মীরা খুশি হবেন।
তবে এ অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবী করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেশের বাইরে থাকায় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মদের মৌন সমর্থনের প্রেক্ষিতেই দলীয় মনোনয়ন প্রত্যাশীদের একটি নামের তালিকা উপজেলা ও জেলায় পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল