মাদারীপুরের রাজৈরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর দেড়টার দিকে রাজৈরের টেকেরহাট বন্দরে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজৈরের ঘোষালকান্দি গ্রামের হাফিজুল ফকিরের সন্তান হাফসা ফকিরকে (৪) নিয়ে ভ্যানে তার দাদা হালিম ফকির টেকেরহাট বন্দরে যাচ্ছিল। এসময় বরিশাল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থনেই শিশু হাফসা মারা যায়। এসময় গুরুতর আহত হয় হাফসার দাদা হালিম ফকির ও ভ্যানচালক এসকান শেখ। পরে স্থানীয় আহতদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। ঘটনার পরই ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে আটক করা হয়েছে।
মোস্তফাপুর হাইওয়ে পুলিশের এসআই আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক শিশু নিহত হয়েছেন। আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। নিহত শিশুর মরদেহ নিহতের পরিবার নিয়ে গেছে। বাসটিকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম