রংপুর কারমাইকেল কলেজের অনার্স পড়ুয়া এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে লালবাগ এলাকায় একটি ছাত্রীনিবাস থেকে ইলমা নামে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারমাইকেল কলেজের অনার্স প্রথম বর্ষের বাংলা বিভাগের শিক্ষাথী ইলমার বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তিনি লালবাগ এলাকায় দেলোয়ার হোসেনের মালিকাধীন অনিন্দা নামে একটি ছাত্রীনিবাসে থেকে লেখাপড়া করতেন। শুক্রবার বিকেলে সহপাঠীরা ওই ছাত্রীনিবাসের বাথরুমে ইলমাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
সন্ধ্যায় পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠিয়েছে। তাজহাট থানার ওসি নাজমুল কাদের বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে হত্যা না আত্মহত্যা।’
বিডি প্রতিদিন/নাজমুল