বগুড়ার শেরপুরে ফসলি মাঠে ধান কাটার সময় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল মালেক (৪৫)। তিনি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের উচরং মধ্যপাড়া গ্রামের কছের প্রামাণিকের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন ফেরদৌস আলম (৪০) নামের আরও এক শ্রমিক।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে উচরং বিলচাকলা মাঠে এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুল মালেক পেশায় একজন ভ্যান চালক। এখন ধান কাটার মৌসুমে শ্রমিকের দাম বেশি হওয়ায় তিনি ধান কাটার শ্রমিকের কাজ করছিলেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে অন্যান্যদের সঙ্গে দিনমজুর হিসাবে গ্রামের আব্দুল মান্নানের জমির ধান কাটছিলেন। কিন্তু দুপুর অনুমান আড়াইটার দিকে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল মালেক মারা যান।
এছাড়া তার সহকর্মী একই ইউনিয়নের শেরুয়া গ্রামের ফেরদৌস আলম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন এসে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।
শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম