গাজীপুরের কালিয়াকৈর থানার মসজিদের সামনে অজ্ঞান পার্টি নেশাদ্রব্য খাইয়ে অখিল চন্দ্র সাহা নামের এক বিক্রয় প্রতিনিধির সর্বস্ব ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দুুপুরের দিকে এ ঘটনা ঘটে। অজ্ঞান পার্টির কবলে পড়া অখিল চন্দ্র সাহা (৩২) কালিয়াকৈর উপজেলার বোয়ালি এলাকার সাহা চান সাহার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, অখিল চন্দ্র সাহা প্রতিদিনের মতো কোম্পানীর গোডাউন থেকে মালামাল নিয়ে কালিয়াকৈর বাজারের বিভিন্ন দোকান ও মার্কেটে সরবরাহ করে থাকেন এবং বিক্রয় কৃত পন্যের টাকা কালেকশন করে দুপুরের পর এজেন্ট কর্তৃপক্ষকে বুঝিয়ে দেন।
জুম্মার নামাজ শেষে মুসুল্লিরা অখিল চন্দ্র সাহাকে কালিয়াকৈর থানার প্রধান ফটকের সম্মুখে রাস্তার উত্তর পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় নাক মুখ থেকে ফেনা নির্গত হচ্ছে দেখে স্থানীয় সোহাগ নামে এক মুসুল্লিসহ আরেক ভ্যান চালক তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। পরে ভুক্তভোগীর প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোনে তার স্বজনদের খবর দিলে অখিল চন্দ্র সাহার বাবা এসে অখিলকে তার ছেলে দাবি করেন।
কালিয়াকৈর থানার ডিউটি অফিসার (এসআই) ফরিদ মিয়া জানান, এই বিষয়ে থানায় লিখিত কোনো অভিযোগ পায়নি।
বিডি প্রতিদিন/হিমেল