সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা, পে কমিশন গঠনসহ ৭ দফা দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারি দাবী আদায় ঐক্য পরিষদ। শুক্রবার রংপুর টাউনহলে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রংপুরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী, সমন্বয়ক নিজামুল হক ভুইয়া মিলন, লুৎফর রহমান, আনোয়ারুল ইসলাম তোতা, শাহ মো. মামুন, আনিছুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
৭ দফা দাবিগুলে হল সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ঘোষণা, বৈষম্যমুক্ত ৯ম পে স্কেলের লক্ষে পে কমিশন গঠন, ১০ম ধাপে স্কেল নির্ধারণ, পদ-পদবী ও গ্রেড পরিবর্তন, ১০ম গ্রেডে উন্নীতকরণ, শতভাগ পেনশন প্রদান, আউট সোর্সিং বাতিল পূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃতদের উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থানান্তরসহ দ্রব্যমুল্যের উর্ধগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সমন্বয় করে সকল ভাতাদি বৃদ্ধিকরণ। বক্তারা দাবিগুলো বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন। এ বিভাগীয় সমাবেশে রংপুর বিভাগের আট জেলার সকল বিভাগের সরকারি কর্মচারীগণ অংশ নেন।
বিডি প্রতিদিন/এএম