সুনামগঞ্জে আগাম বন্যায় হাওরে ক্ষতিগ্রস্ত ৪০০টি কৃষক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে জেলা কৃষক দল। শুক্রবার বিকালে তাহিরপুর উপজেলার মিন্দিআতা গ্রামে প্রত্যেক পরবারকে ২০ কেজি করে চাল দেওয়া হয়।
ত্রাণ বিতরণ পূর্বে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান আওয়াল, জেলা বিএনপির সহ-সভাপতি নাদির আহমদ, আনসার উদ্দিন প্রমুখ।
পরে তাহিরপুর উপজেলা সদরে জেলা কৃষক দলের আহবায়ক আনিসুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় অনুষ্ঠিত কৃষক সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএম