বরগুনার পাথরঘাটায় গাছ থেকে আম পাড়তে গিয়ে দেলোয়ার হোসেন (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানী গ্রামে। মৃত দেলোয়ার হোসেন একই এলাকার ছবদের আলীর ছেলে।
দেলোয়ারের পুত্রবধূ মিম আক্তার জানান, দুপুর দেড়টার দিকে তাদের নিজ বাড়ির আম গাছ থেকে আম পাড়তে উঠলে সেখান থেকে পড়ে গিয়ে তার হাড় ভেঙ্গে যায়।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বরিশাল ডায়াবেটিকস হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রেরণ করা হয়। সেখানে নিয়ে যাবার পরপ দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম