নরসিংদী জেলা কারাগারে সুমন মিয়া (২৩) নামে এক হাজতি আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ নিয়ে কোন কথা বলতে রাজি হয়নি জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। তবে জেলা কারাগারের জেলার জানিয়েছেন স্টোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। নিহত সুমন সদর উপজেলার চরাঞ্চল বাখন নগর গ্রামের শাজাহান মিয়ার ছেলে।
নরসিংদী জেলা কারাগার সূত্রে জানা যায়, ডাকাতি প্রস্তুতির একটি মামলায় ২০২১ সালের সেপ্টেম্বর মাসে নরসিংদী কারাগারে আসেন নিহত সুমন। শুক্রবার দুপুরে হঠাৎ তার বুকে ব্যাথা শুরু হয়। তখন তাকে কারাগারের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরন করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে মৃত্যু নিয়ে জেলা হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক ডা: আলামিন শাওন কোন কথা বলতে রাজি হয়নি।
নরসিংদী জেলা কারাগার জলার আতিকুর রহমান জানিয়েছেন,মূলত স্টোকজতিন কারনে তার মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম