রাঙামাটি ও খাগড়াছড়ির পাঁচ গুণীজনকে সংবর্ধনা দিয়েছে প্রো বেটার লাইফ বাংলাদেশ (পিবিএল)।
শুক্রবার রাতে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিউট মিলানায়তনে সংগঠনটির উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
প্রো বেটার লাইফ বাংলাদেশের চেয়ারম্যান রন জ্যোতি চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক মংসানু চৌধূরী, মানবাধিকার কর্মী নিরূপা দেওয়ান ও রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর।
এসময় পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজনকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়।
শিক্ষা ও গবেষণা ক্যাটাগরিতে সংবর্ধনা পেয়েছেন জাবারাং কল্যাণ সমিতি, সাহিত্য ও প্রকাশনায় প্রমোদ বিকাশ চাকমা, শিল্প ও সংস্কৃতিতে রণজিৎ দেওয়ান, প্রযুক্তি ও উদ্ভাবনে বিভুতি চাকমা, সমাজ সেবায় উন্মেষ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এবং উদোক্তা বা ব্যবসা-বাণিজ্যে পেয়েছে পার্বত্য যানবাহন মালিক সমিতি।
বিডি প্রতিদিন/কালাম