দেশব্যাপী বিএনপি ও বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে শহরের ইবি রোডে ভাসানী মিলনায়তনে সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবুর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জাতীয় নির্বাহী কমিটি (বিএনপি) তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ মো. জামির হোসেন।
প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপি সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জাম মুরাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসে রাজেশ ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা