ফরিদপুরের চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল আলমকে (৭২) রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে। শনিবার বেলা এগারোটার সময় চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে জানাজা শেষে সদর ইউনিয়নের হাজীডাঙ্গী কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজার পূর্বে ফরিদপুর পুলিশ লাইনের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা, চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলামসহ বীর মুক্তযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধার দিকে সামসুল আলম সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামে তার নিজ বাড়িতে অসুস্থ হয়ে পরেন। এসময় তাকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা রেখে গেছেন।
বিডি প্রতিদিন/হিমেল