বেগম খালেদা জিয়ার মুক্তি ও সারাদেশে বিরোধী দলীয় নেতা-কর্মীদের উপর হামলা মামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে বিক্ষোভ সমাবেশ করতে পারেনি বিএনপি। পুলিশি বাধার কারণে পূর্ব নির্ধারিত স্থান দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে পারেনি তারা।
শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপির আয়োজনে সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বাসভবনে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা অভিযোগ করে বলেন, বর্তমান সরকার আরেকটি নির্বাচনী ক্যু করার জন্য ইতিমধ্যে তারা ষড়যন্ত্র শুরু করেছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতীয়তাবাদী দলকে কোনো সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে। চিকিৎসা নেয়ার জন্য তাকে বাইরে যেতে দেয়া হচ্ছে না। নেতা-কর্মী যারা সভা-সমাবেশের মাধ্যমে মনের কথা প্রকাশ করতে চাচ্ছেন তাদেরকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। তারই অংশ হিসেবে বর্তমান ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার আজকে নড়াইলে বিএনপির বিক্ষোভ সমাবেশে অন্যায়ভাবে বাঁধা প্রদান করেছে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সহ-সভাপতি জুলফিকার আলী, যুগ্ম-সম্পাদক আলী হাসান, মাহাবুব মোর্শেদ জাপল, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভি জর্জ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আলেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রহিম ফকিরসহ অনেকে উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম বলেন, পুলিশি বাধার কারণে আমরা বাসভবনে কেন্দ্রীয় প্রোগ্রাম করতে বাধ্য হয়েছি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির পুলিশি বাধার বিষয়টি অস্বীকার করে বলেন, আমাদের পক্ষ থেকে কোন ধরনের বাধা প্রদান করা হয়নি।
বিডি প্রতিদিন/হিমেল