জেলার লোহাগড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহিম মোল্যা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই-ধানাইড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিম চাচই-ধানাইড় গ্রামের ইকরাম মোল্যার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাত ৯টার দিকে চাচই-ধানাইড় গ্রামের নিজ বাড়িতে বিদ্যুত লাইনের বাল্ব লাগাতে গিয়ে রহিম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু বলে ঘোষনা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/এএম