সাতক্ষীরার পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু তাহের (১৮) নামক এক ভ্যান চালক নিহত হয়েছে। শনিবার সকালে পাটকেলঘাটা থানার গরুহাট রোডে হেলালের মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক চৌগাছা গ্রামের নাসির উদ্দীনের ছেলে।
পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ভ্যানচালক ঘটনাস্থলে তার ইঞ্জিন ভ্যানের উপর মালামাল তুলছিল। এ সময় পিছন দিক থেকে মালবাহী একটি ট্রাক তার শরীরের উপর দিয়ে গেলে সে পিষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসাপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে হেলপারসহ ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম