সাবেক স্পিকার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেছেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির জন্ম হয়েছে। তিনি বলেন, বিএনপি বর্ন ফর ডেমোক্রেসি বিএনপি বর্ন ফর ল। যদি ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত হয় তবে জাতীয় সংসদের ৮০ ভাগ আসন পাবে বিএনপি।
শনিবার দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, আমাদের উপর কতো ঝড় ঝাপ্টা গিয়েছে তারপরও বাংলাদেশে বিএনপি সবচেয়ে জনপ্রীয় রাজনৈতিক দল। আমরা সবসময় জনসাধারণকে নিয়েই কাজ করেছি। কাজ করেছি সাধারণ মানুষের জন্য। আজকে যতো উন্নয়ন সব হয়েছে বিএনপির আমলে। বিএনপি জনগণের রাজনীতিতে বিশ্বাসী। ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য কেউ বিএনপি করে না। যারা ক্ষমতায় আছেন তারা যদি বিদেশী সাহায্য না নিয়ে, পুলিশের সাহায্য না নিয়ে, সরকারি চাকরিজীবিদের সাহায্য না নিয়ে মাঠে এসে দাঁড়ায় তাহলেই বোঝা যাবে তারা কোথায় আছে আর আমরা কোথায় আছি।
তিনি আরও বলেন, আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন চাই। দেশে আইনের শাসন নাই । আইনের শাসন না থাকলে দেশে শান্তি স্থাপিত হতে পারে না। জনগণ নিজের মতো ভোট দিতে পারে না। দেশের উন্নতি করার যে স্তর তা ভেঙে পড়েছে। দেশে গণতন্ত্র নাই। বাইরের পরামর্শ নিয়ে বিএনপি কোনদিন কাজ করেনি। ভবিষ্যতেও করবে না। বাংলাদেশ কারও কাছে মাথা নিচু হয়ে থাকতে পারে না। দেশটাকে আপনারা ডুবিয়েছেন। আপনাদের নিজেদের ভেতরেই অনেক দ্বন্দ্ব। আমাদের প্রয়োজন একটি নিরপেক্ষ নির্বাচন। নির্বাচন যদি আওয়ামী লীগের অধীনে হয় তাহলে আবারও আগের মতোই হবে। নিরপেক্ষ সরকারের হাতে নিরপেক্ষ নির্বাচন দিন মানুষ যাকে পছন্দ করবে তারাই দেশ চালাবে।
আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মির হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু, সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলামসহ বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য দেন। এসময় জেলা, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল