আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেহেরপুর পৌরসভার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র প্রদান করা হয়েছে।
শুক্রবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মেহেরপুর পৌরসভায় পৌর মেয়র ও মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। পিরোজপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান ও জেলা আয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমঝুপি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি বোরহানউদ্দিন চুন্নু, নবগঠিত বারাদী ইউনিয়নে সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন এবং নবগঠিত শ্যামপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বিশ্বাস।
নির্বাচন কমিশনার ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ জুন মেহেরপুর পৌরসভা ও সদর উপজেলার ৪টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ১৭মে, বাছাই অনুষ্ঠিত হবে ১৯মে। আপিল দায়ের ২০, ২১ ও ২২ মে, আপিল নিষ্পত্তি ২৩, ২৪ ও ২৫ মে। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ মে এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৭ মে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ