বান্দরবানের আলীকদম উপজেলায় লেকের পানিতে ডুবে শনিবার একই পরিবারের দুই বোনের মৃত্যু হয়েছে। নিহতদের নাম মারুফা আক্তার (৭) ও মাহফুজা আক্তার (৪)।
বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কার্বারী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আলীকদম থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত মারুফা আক্তার ও মাহফুজা আক্তার শুক্রবার সন্ধ্যায় এক মৎস্য চাষের লেকের পাড়ের আম গাছের নিচে খেলা করছিল। এক পর্যায়ে দুইজনই পানিতে পড়ে যায়। তারা বাড়ি ফিরে না আসায় তাদের পরিবার পাশের এলাকা ও লেকে সন্ধান চালায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শুক্রবার গভীর রাতে স্থানীয়রা মাহফুজার মরদেহ লেকের পানিতে ভেসে থাকা অবস্থায় উদ্ধার করে। শনিবার সকালে মারুফা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।
আলীকদম থানার উপ-পরিদর্শক এনামুল হক জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম