বাগেরহাটের মোরেলগঞ্জে পিতার অভিযোগের প্রেক্ষিতে এক দিনমজুরকে পিটিয়ে দুই হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। হোগলাপাশা ইউনিয়ন চেয়ারম্যান ফরিদুল ইসলামের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন পশ্চিম বৌলপুর গ্রামের সুলতান শেখের ছেলে হোটেল শ্রমিক জুয়েল শেখ (৩৪)। চেয়ারম্যানের বেধড়ক পিটুনিতে জুয়েল শেখ এখন বিছানায়। গত সোমবার চৌকিদার দিয়ে জুয়েলকে পরিষদে ডেকে নিয়ে একটি কক্ষে আটকিয়ে চেয়ারম্যান মারপিট করেন বলে অভিযোগ।
ফরিদুল ইসলাম গত বছরের ২০ সেপ্টেম্বর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে হোগলাপাশা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকেই তিনি এলাকায় প্রতিশোধ নিতে শুরু করেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।
চেয়ারম্যানের সর্বশেষ শিকার শ্রমিক জুয়েলের দুটি হাত ভেঙে দেওয়ায় এখন সে বিছানায়। এ ঘটনা সম্পর্কে জুয়েল বলেন, ‘আমার বাবার অভিযোগের প্রেক্ষিতে চেয়ারম্যান আমাকে ডেকে নিয়ে গরুর মত পিটিয়েছেন। এখন আমি বিছানায়। আমার স্ত্রী, সন্তান অনাহারে’। এ ব্যাপারে জুয়েলের পিতা সুলতান শেখ বলেন, ‘নালিশ পাওয়া মাত্রই চেয়ারম্যান আমার ছেলেটাকে পিটিয়ে পঙ্গু করে দিবে তা বুঝিনি’।
এ বিষয়ে জানতে চাইলে আজ শনিবার চেয়ারম্যান ফরিদুল ইসলাম সকল অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচনের পর থেকেই তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। সকল অভিযোগ সাজানো।
বিডি প্রতিদিন/হিমেল