কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর শহরের রাজবাড়ী রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশে করেছে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি। দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শনিবার বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এ ফজলুল হক মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির আহবায়ক সালাউদ্দিন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব সোহরাব উদ্দিন সহ জেলা ও মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় গাজীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতা-কর্মী প্রতিবাদ সমাবেশে অংশ নেন।
বিডি প্রতিদিন/এএম