২৩ মে, ২০২২ ১৮:৩৪

নালিতাবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ সহায়তা

নালিতাবাড়ী প্রতিনিধি

নালিতাবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ সহায়তা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারানী গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে ব্যবসা প্রতিষ্ঠানসহ বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ সহায়তা দিয়েছে উপজেলা পরিষদ। সোমবার  দুপুরে উপজেলা পরিষদে ক্ষতিগ্রস্ত আবুল কাশেমকে নগদ অর্থ প্রদান করা হয়।

সূত্র জানায়, ব্যবসা শেষে প্রতিদিনের ন্যায় শনিবার রাতে ঘুমাতে যান আবুল কাশেম। রাত তিনটার দিকে তার ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুনে তার দোকানঘরসহ সঙ্গে থাকা বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রবিবার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর হমান লেবু ও  নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করে নগদ অর্থসহ অন্যান্য সহায়তা প্রদান করেন। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণে টিন বরাদ্দ দেওয়া হয়।

সোমবার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ত্রিশ হাজার টাকা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর হমান লেবু,  নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।  

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর